বিনোদন বিভাগে ফিরে যান

সুপারহিট পাঠানের পর মুক্তির অপেক্ষায় বাদশার জওয়ান

April 30, 2023 | < 1 min read

‘জওয়ান’ ছবিতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান, ছবি সৌজন্যে- RED CHILLIES

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরের শুরুতেই কামব্যাক করেছেন বলিউড বাদশা শাহরুখ। পাঠান সুপারহিট হওয়ার পর থেকেই বলিউড নতুন করে অক্সিজেন পেয়েছে। কিং খান অনুগামীরা মুখিয়ে রয়েছেন শাহরুখের পরবর্তী ছবি জওয়ানের জন্য। মুক্তির আগেই এই ছবি ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। নানান জল্পনা, গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। এই ছবিকে ঘিরে নির্মাতারাও নানাভাবে রহস্য রোমাঞ্চের আবহ তৈরি করেছেন। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন অভিনীত ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি আখরি রাস্তা থেকেই নাকি বাদশার জওয়ান অনুপ্রাণিত। কেবল আখরি রাস্তা নয়, ওরু কাইড়িইন ডায়েরিও জওয়ানের অনুপ্রেরণা। তামিল ওই ছবির নায়ক ছিলেন কমল হাসান।

প্রসঙ্গত, জওয়ানের পরিচালক অ্যাটলির বিশেষত্বই এটি। তার পরিচালিত ছবিগুলোতে কোনও না কোনও পুরনো কালজয়ী ছবির ছাপ পাওয়া যায়। এমন একাধিক দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি অমিতাভের সঙ্গে দেখা করেছিলেন জওয়ানের পরিচালক অ্যাটলি। কমল হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এতেই জোরালো হচ্ছে দাবি। তবে কি জওয়ান আখরি রাস্তা থেকেই অনুপ্রাণিত? বাড়ছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#shah rukh khan, #Jawan, #Kamal Haasan, #Aakhree Raasta, #amitabh bachchan, #SRK

আরো দেখুন