মে-র দ্বিতীয় সপ্তাহে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’! কবে থেকে প্রভাব শুরু বঙ্গে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মে মাসে বারবার ঘূর্ণিঝড় আঘাত এনেছে বাংলায়। সম্প্রতি দৃষ্টিভঙ্গির তরফে আসন্ন ঘূর্ণিঝড় মোকার সম্ভাবনা সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছিল। এবার সম্ভাবনা কার্যত বাস্তবায়িত হওয়ার পথে। বঙ্গোপসাগরে আগামী সপ্তাহেই তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘মোকা’। প্রাথমিকভাবে আবহাওয়াবিদদের মত, শক্তি বাড়িয়ে মোকা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ হয়ে মায়ানমার পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর উপকূলের কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি। আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার হয়ত আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যাবে। তবে আপাতত আগামী দু’-তিন দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে, হাওয়া অফিসের পূর্বাভাস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে ৯ থেকে ১১ মে-র মধ্যে মোকা সৃষ্টির হতে পারে, তারপর তা উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে পারে। মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, তা উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে। বঙ্গোপসাগরের কোথায় ঝড়টি অভিমুখ পরিবর্তন করবে, তার উপর বাকিটা নির্ভর করছে। বিশেষজ্ঞদের মত পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা বলছে, এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে তা ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ বা মায়ানমার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। মোকার প্রাথমিক অভিমুখও তেমনই ইঙ্গিত করছে। গতকালের মন্ত্রিসভার বৈঠকে ঝড়বৃষ্টি ও দুর্যোগ নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।