রাজ্যে ঘূর্ণিঝড় মোকা-র ভ্রুকুটি, তৈরি লালবাজারের ইউনিফায়েড কমান্ড সেন্টার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওয়া অফিস জানিয়েছে আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মোকা-র মাঝে তাপমাত্রার পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে ।
হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্নিঝড়ে পরিণত হতে পারে।দেশের পূর্ব উপকূলের ৪ রাজ্যকে সতর্ক করেছে দিল্লির মৌসম ভবন। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় লালবাজারে তৈরি হয়েছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। আজ থেকে এটি কাজ করবে। এর নিয়ন্ত্রণে থাকবেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, এনডিআরএফ, কেএমসি, সিইএসসি, কলকাতা পুরসভা ও পিডাব্লিউ কর্মীরা। শহরের প্রতিটি থানা এলাকায় গাছ কাটার মেশিন-সহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার যাবতীয় সরঞ্জাম তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার সবকটি ডিভিশনে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।