এশিয়ান পাওয়ার লিফটিংয়ে চারটি সোনা জিতে নজির গড়ল বাংলার স্নেহা

কেরলের আলাপুঝায় এবার এশিয়ান পাওয়ার লিফটিংয়ের আসর বসেছিল।

May 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
চারটি সোনা জিতে নজির গড়ল বাংলার স্নেহা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেরলের আলাপুঝায় এবার এশিয়ান পাওয়ার লিফটিংয়ের আসর বসেছিল। সেখানেই দেশের মুখ উজ্জ্বল করেছে বাংলার স্নেহা ঘরামি।

এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতে নিয়েছে হাওড়ার বালির মেয়ে স্নেহা। ১৭ বছরের স্নেহা সাব জুনিয়র গ্রুপে (অনুর্ধ্ব ৭৬ কেজি বিভাগ) ব্যক্তিগতভাবে তিনটি ও দলগতভাবে একটি সোনা জিতেছে।

অথচ, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার। অভাবী পরিবারের মেয়ের স্বপ্ন থাকলেও সামর্থ্য ছিল না। তাই কেরলে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা নিয়ে দোলাচল তৈরি হয়েছিল। পরে ক্রীড়াপ্রেমী মহলের সাহায্যে কেরল পৌঁছন তিনি। সেখান থেকেই এবার ‘সোনা’র মেয়ে হয়ে ফিরবে স্নেহা। সাফল্যের পথে তিনটি নয়া এশিয়ান রেকর্ডও গড়েছে বাংলার সোনার মেয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen