IPL-র সুপার স্যাটার ডে হয়ে গেল কিং কোহলি ডে

দিল্লি ম্যাচেই ছুঁয়ে ফেললেন ৭০০০ রানের মাইলফলক। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি।

May 7, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
বিরাট কোহলি, ছবি সৌজন্যে সৈকত দাস / SPORTZPICS IPL

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার মুখোমুখি হয়েছিল দিল্লি আর ব্যাঙ্গালুরু। ঘরের মাঠে হারের মুখ দেখলেন বিরাট কিন্তু ব্যাট তাঁর যোগ্য সঙ্গত করল। গড়লেন রেকর্ড, সেই সঙ্গে মিটিয়ে ফেললেন বৈরীতা, ছোটবেলার কোচের প্রতি যথাযোগ্য সম্ভ্রম জানিয়ে পেলেন নেটিজেনদের ভালবাসা। সব মিলিয়ে দিনটি আইপিএলের ইতিহাসে কিং কোহলি ডে হয়ে রইল।

কোটলার মাঠে ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম সেরে ফেলেন বিরাট। এরপর ব্যাট হাতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনি। একই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হাওয়া নজির গড়লেন কোহলি। দিল্লি ম্যাচেই ছুঁয়ে ফেললেন ৭০০০ রানের মাইলফলক। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি। সামনে কেবল ডেভিড ওয়ার্নার। আইপিএল ২০২৩-এ বিরাট ১০টি ইনিংসে ৪৩১ রান করেছেন। চলতি সিজনে হাফ ডজন হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। সর্বোচ্চ ৮২।

দিন শেষে, দাদার সঙ্গে সারলেন করমর্দন। এদিন সকালে গম্ভীরের বিরুদ্ধে চিঠি লিখে অভিযোগ জানান বিরাট, কিন্তু রাতে দেখা গেল উল্টো ছবি। ১৫ এপ্রিল চিন্নাস্বামীতে খেলা শেষে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটের দুই তারকা কিন্তু ৬ মে বদলে গেল যাবতীয় প্রেক্ষাপট। সৌরভ, বিরাট একে অন্যের সঙ্গে হাত মেলালেন। হাসি মুখে কথাও বললেন, বিরাটের কাঁধে হাত রাখতে দেখা গেল বাংলার দাদাকে। সব মিলিয়ে দিনের যাবতীয় লাইমলাইট শুষে নিলেন বিরাট। ফের একবার প্রমাণ করে দিলেন তিনিই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়।

মাঠে হাত মেলালেন সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি। ছবি: স্ক্রিনশট
মাঠে হাত মেলালেন সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি। ছবি: স্ক্রিনশট
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen