রাজ্য বিভাগে ফিরে যান

মোকার চোখ রাঙানিতে বদলাবে রাজ্যের আবহাওয়া! কী কী পরিবর্তন আসতে চলেছে

May 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। মোকা’র কারণে ইতিমধ্যেই ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রার পারদ। গরমের দাপটে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। আজ ও আগামীকাল পর্যন্ত থাকছে তাপপ্রবাহের সতর্কতা। এদিকে গতকাল বিকেলেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ১১ মে পর্যন্ত এর গতিপথ উত্তর ও উত্তর পশ্চিম দিকে থাকবে। কিন্তু ১২ তারিখের পর এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে।

মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, মালদা, পূর্ব মেদিনীপুর, কলকাতা দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে, আগামী ১২ এবং ১৩ তারিখ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।  কলকাতায় তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড ২৯.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Rain, #Weather Update, #heatwave

আরো দেখুন