বুথ ফেরত সমীক্ষায় কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, দক্ষিণে সাফ হবে পদ্ম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল মিটেছে ভোট গ্রহণ পর্ব, এবার অধীর আগ্রহে কর্নাটকের জনাদেশের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো। বুথ ফেরত সমীক্ষা বলছে, কর্নাটকে একক সংখ্যা গরিষ্ঠ দল হতে চলেছে কংগ্রেস। আর সম্ভাবনা সত্যি হলে, চব্বিশের আগে বড় ধাক্কা খাবে বিজেপি। দক্ষিণ ভারত থেকে মুছে যাবে পদ্ম।
দীর্ঘ সময় যাবৎ হিন্দি বলয়, অর্থাৎ উত্তর ভারতে শাসন চালিয়েছে বিজেপি। মূলত হিন্দি বলয়ের দল হিসেবেই বিবেচিত হয় বিজেপি। কিন্তু দক্ষিণ ভারতে বিজেপির অস্তিত্বই ছিল না। ব্যতিক্রম ছিল কর্ণাটক। কিন্তু এক্সিট পোল বলছে কর্নাটকে বিজেপির সুদিন শেষ! প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, তবে কি দক্ষিণে সাফ হবে বিজেপি।
একাধিক সমীক্ষা বলছে, ম্যাজিক ফিগার অর্থাৎ ১১৩ আসনের অনেক আগেই থেমে যাবে বিজেপি। অন্যদিকে, সরকার গড়ার পথে এগিয়ে কংগ্রেস। কয়েকটি সমীক্ষক সংস্থা কংগ্রেসকেই সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে। অ্যাক্সিস জানিয়েছে, কংগ্রেসের ১৪০ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কয়েকটি সংস্থা বলছে, ত্রিশঙ্কু বিধানসভা হবে। সেক্ষেত্রে দেবেগৌড়ার জনতা দল (সেকুলার) তখন নির্নায়ক ভূমিকা পালন করবে। সমীক্ষা যদি বাস্তবায়িত হয়, তবে দাক্ষিণাত্যে ধুয়েমুছে সাফ হবে বিজেপি। বিন্ধ্য পর্বতের ওপারে আর কোনও রাজ্যে বিজেপির সরকার থাকবে না। যা চব্বিশের আগে বড় ধাক্কা হতে চলেছে।
স্পষ্ট ইঙ্গিত মিলছে মোদী ম্যাজিক এখন স্তিমিত। কর্ণাটক নির্বাচনে মোদীই ছিলেন তারকা প্রচারক ও সেনাপতি। ফলে সমীক্ষার ফল সত্যি হলে, এই পরাজয় বিজেপির পরাজয়ের চেয়েও বেশি মোদী নিজের পরাজয় হবে। বি এস ইয়েদুরাপ্পাকে সরিয়ে দেওয়া, লাগাতার ধর্ম ও বিভাজনের রাজনীতি ইত্যাদি কারণে হয়ত বিজেপি মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এগিয়ে থেকে সরকার গড়ার বিষয়ে নিশ্চিন্ত হতে পারছে না কংগ্রেস। নেপথ্যে, বিজেপির রিসর্ট পলিটিক্স।
ভোটে হেরেও রাজ্যে সরকার গড়ার ম্যাজিকে পটু বিজেপি। কংগ্রেস একক গরিষ্ঠতা না পেলে বিজেপি হয়ত অপারেশন লোটাসে নামবে। যদিও কর্ণাটকে বিজেপি হারলে, তাদের মনোবল একেবারে তলানিতে ঠেকবে। কিছুদিন আগেই হিমাচল প্রদেশে জয় পেয়েছে কংগ্রেস। এখন দেখার কর্নাটকের জনাদেশ হাতের অনুকূলে যায় কিনা।