১৭৫ বছরে বেথুন স্কুল, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে বঙ্গরত্ন সম্মান বাংলার
সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠান হিসেবে বেথুন স্কুলই প্রথম রাজ্যের অসামরিক ক্ষেত্রের এই সর্বোচ্চ সম্মান পেল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেথুন কলেজিয়েট স্কুলকে বঙ্গরত্ন-২০২৩ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। উল্লেখ্য, দেশের প্রথম সরকারি বিদ্যালয় বেথুন কলেজিয়েট স্কুল চলতি বছরে ১৭৫ বছরে পা দিল। যদিও অদ্যাবধি কেন্দ্রীয় সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনও স্বীকৃতি বা সম্মান দেয়নি। বুধবার ঐতিহ্যমণ্ডিত স্কুলটিকে সম্মানিত করল বাংলার সরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠান হিসেবে বেথুন স্কুলই প্রথম রাজ্যের অসামরিক ক্ষেত্রের এই সর্বোচ্চ সম্মান পেল।
বঙ্গরত্নের ২ লক্ষ টাকা এবং বেথুন স্কুলের উন্নতিতে আরও ১০ লক্ষ টাকা, মোট ১২ লক্ষ টাকা এদিন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা, কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল, স্কুলশিক্ষা সচিব মণীশ জৈন, বেথুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য প্রমুখরা অনুষ্ঠানে হাজির ছিলেন। বছরভর অনুষ্ঠানের মাধ্যমে ১৭৫ তম বর্ষ উদযাপনের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থানেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।