খেলা বিভাগে ফিরে যান

ICC-র আয়ের প্রায় ৩৯ শতাংশ পেতে পারে BCCI, বাকি দেশের বোর্ড কে কত?

May 11, 2023 | 2 min read

ভারতীয় ক্রিকেট বোর্ড, ছবি সৌজন্যে-Aniruddha Chowhdury/Mint via Getty Images

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী চার বছরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC-র আয়ের প্রায় ৪০ শতাংশ পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। প্রস্তাবিত কাঠামোর অধীনে ভারত যা পাবে তার ধারেকাছেও নেই কোনও ক্রিকেট বোর্ড। এবার প্রস্তাবে ভারত পেতে পারে ১৮৯৫ কোটি টাকা। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

আইসিসির সংশ্লিষ্ট নথির ভিত্তিতে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য জানিয়েছে। প্রস্তাবিত মডেলটি ২০২৪–২৭ চক্রে বাস্তবায়িত হবে।

একনজরে দেখে নিন বাকি দেশের বোর্ডগুলো কে কত পাবে?

  • ১) আইসিসির আনুমানিক ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত (BCCI) পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৪৯২ কোটি টাকা), যা মোট অর্থের পরিমাণ ৩৮.৫ শতাংশ।
  • ২) BCCI-এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। আইসিসির বার্ষিক আয়ের ৬.৮৯ শতাংশ তথা ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার পাবে তারা। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩৪০ কোটি ।
  • ৩) তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (CA)। দেশটির সম্ভাব্য বার্ষিক আয় ৬.২৫ শতাংশ অর্থাৎ, ৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০৮ কোটি টাকা।
  • ৪) পাকিস্তানের ক্রিকেট বোর্ড (PCB) পেতে চলেছে ৩ কোটি ৪৫ লাখ ডলারের (৫.৭৫ শতাংশ) বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮৪ কোটি টাকা।
  • ৫) নিউজিল্যান্ড পেতে পারে ২৩৩ কোটি টাকা।
  • ৬) ওয়েস্ট ইন্ডিজ় পেতে পারে ২২৬ কোটি টাকা।
  • ৭) শ্রীলঙ্কা পেতে পারে ২২৩ কোটি টাকা।
  • ৮) বাংলাদেশ পেতে পারে প্রায় ২২০ কোটি টাকা।
  • ৯) দক্ষিণ আফ্রিকা পেতে পারে ২১৬ কোটি টাকা।
  • ১০) আফগানিস্তান পেতে পারে ১৩৮ কোটি টাকা।
  • ১১) আয়ারল্যান্ড পেতে পারে ১৪৮ কোটি টাকা।

অর্থাৎ আইসিসির সব অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে পেতে পারে প্রায় ৫৫১ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০১৬-২০২৩ পর্যন্ত আট বছরে ভারতীয় বোর্ড পেয়েছিল প্রায় ৩,৩২২ কোটি টাকা। অর্থাৎ বছরে ৪১৬ কোটি টাকা। এ বার এক বছরেই তার অর্ধেক পেয়ে যেতে পারে বিসিসিআই।

ভারতীয় বোর্ড সব সময় বেশি অর্থ দাবি করেছে কারণ একমাত্র এই দেশের বোর্ড ক্রিকেট বিশ্বে সব থেকে বেশি আর্থিক অবদান রাখে। ২০২৪-২০২৭ পর্যন্ত আইসিসি প্রতি বছর আয় করতে পারে প্রায় ৫০০০ কোটি টাকা। আর প্রস্তাব অনুযায়ী, সেটার ৩৮.৫ শতাংশ পেতে পারে ভারত। যদিও এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #BCCI, #ICC, #Board of Control for Cricket in India

আরো দেখুন