রাজ্য বিভাগে ফিরে যান

লকডাউনে স্তব্ধ জনজীবন, নিয়ম ভাঙলেই কড়া পুলিশ

July 23, 2020 | < 1 min read

 ▪️আজ, বৃহস্পতিবার, রাজ্যজুড়ে চলছে লকডাউন৷ কোথায় কী পরিস্থিতি, জানে নিন এক নজরে৷ লকডাউনে বাড়ির বাইরে বেড়িয়ে পুলিশ লাঠির বাড়ি খেতে হল কোচবিহারের বাসিন্দাদের। সকাল থেকেই রাস্তায় লাঠি হাতে ছিল পুলিশ। রাস্তায় কোথাও জটলা দেখলেই লাঠি উচিয়ে ছুটতে দেখা গেল পুলিশকে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের সব্জি বাজারে ও হাসপাতাল লাগোয়া দোকান বন্ধ করতে লাঠিপেটা করতে হয় পুলিশ। নিউসিনেমা হল লাগোয়া বাজার এলাকাতেও অকারন জটলা করায় লাঠি পেটা করেছে পুলিশ। তবে কোচবিহারের অধিকাংশ বাজার ছিল বন্ধ। রাস্তায় খুব প্রয়োজন ছাড়া কাউকেই সেভাবে দেখা যায়নি। অধিকাংশ খুব প্রয়োজনে মাস্ক মুখে বেড়িয়েছিলেন৷

আজ, বৃহস্পতিবার, রাজ্যজুড়ে চলছে লকডাউন৷ কোথায় কী পরিস্থিতি, জেনে নিন এক নজরে৷ লকডাউনে বাড়ির বাইরে বেড়িয়ে পুলিশ লাঠির বাড়ি খেতে হল কোচবিহারের বাসিন্দাদের। সকাল থেকেই রাস্তায় লাঠি হাতে ছিল পুলিশ। রাস্তায় কোথাও জটলা দেখলেই লাঠি উচিয়ে ছুটতে দেখা গেল পুলিশকে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের সব্জি বাজারে ও হাসপাতাল লাগোয়া দোকান বন্ধ করতে লাঠিপেটা করতে হয় পুলিশ। নিউসিনেমা হল লাগোয়া বাজার এলাকাতেও অকারন জটলা করায় লাঠি পেটা করেছে পুলিশ। তবে কোচবিহারের অধিকাংশ বাজার ছিল বন্ধ। রাস্তায় খুব প্রয়োজন ছাড়া কাউকেই সেভাবে দেখা যায়নি। অধিকাংশ খুব প্রয়োজনে মাস্ক মুখে বেড়িয়েছিলেন৷

 ▪️চুঁচুড়ায় লকডাউন অমান্যে শাস্তি দেওয়া হচ্ছে৷ লকডাউন ভাঙায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে৷ চুঁচুড়ায় লকডাউনে যে সব দোকান খোলা হয়েছিল তা বন্ধ করল পুলিশ৷সকাল থেকে চন্দনগরে পুলিশি টহল৷

চুঁচুড়ায় লকডাউন অমান্যে শাস্তি দেওয়া হচ্ছে৷ লকডাউন ভাঙায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে৷ চুঁচুড়ায় লকডাউনে যে সব দোকান খোলা হয়েছিল তা বন্ধ করল পুলিশ৷সকাল থেকে চন্দনগরে পুলিশি টহল৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #lock down, #West Bengal Police

আরো দেখুন