রাজ্য বিভাগে ফিরে যান

তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কোন পথ ধরে আসছে মোকা?

May 13, 2023 | < 1 min read

বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । ছবি সৌজন্যে: কলকাতা ক্লাউড চেজার্স

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। তীব্র দাবদাহের পর আজ স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ আরও ৬ জেলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহের মধ্যে হালকা বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর।

আজ শনিবার ও আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে কলকাতা-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

উত্তরবঙ্গে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমার সিটি থেকে কিছুটা দূরে রয়েছে। আগামীকাল রবিবার এটি উত্তর-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের মধ্য দিয়ে যেতে পারে। আজ শনিবার আন্দামানে্র কিছু জায়গায় ভারী বৃষ্টি সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে প্রতি ঘণ্টায় হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Rain, #Weather Update, #Weather, #cyclone mocha

আরো দেখুন