শিবের গাজনে রাজার পুজো! জানেন কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মল্লভূমি বিষ্ণুপুরে বুড়ো শিবের গাজন। প্রতি বছর বুড়ো শিবের গাজন উপলক্ষ্যে ভক্তরা শেষ মল্লরাজের মূর্তিতে পুষ্পাঞ্জলি দেন। মল্ল রাজাদের আমলে গোপালগঞ্জে বুড়া শিবের মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। তবে কোনও রাজার আমলে তা প্রতিষ্ঠা করা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই। ভক্তরা মা মৃন্ময়ী মন্দির প্রাঙ্গণে থাকা শেষ মল্লরাজ কালিপদ সিংহঠাকুরের মূর্তিকে পুজো করেন। এই পুজোই রাজভাটা নামে পরিচিত।
রাতগাজনের আগের দিন রাজাভাটা নামে বিশেষ ওই পুজো হয়। মল্লরাজাদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। একশো বছর আগে তুড়কি আশ্রমের তৎকালীন সাধু প্রয়াত মৌনি বাবার তত্ত্বাবধানে বুড়াশিবের গাজন উৎসব শুরু হয়েছিল। আজও ভক্তরা মৌনীবাবার ছবিতেও পুষ্পার্ঘ্য দেন। এবার গাজন ১১০ বছরে পদার্পণ করল। সেই উপলক্ষ্যে শুক্রবার গামারকাটা অনুষ্ঠান হয়েছে। সব মিলিয়ে পাঁচদিন ধরে গাজন উৎসব চলে। ইতিমধ্যেই ভক্তদের ভিড় বাড়তে আরম্ভ করেছে। মনে করা হচ্ছে, আজ দিনভর অসংখ্য মানুষের ঢল নামবে।