উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে স্পেশাল প্লাকিং-এর ভাবনা টি-বোর্ডের

May 20, 2023 | < 1 min read

স্পেশাল প্লাকিং-এর ভাবনা টি-বোর্ডের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত তিন বছর যাবৎ ২১ মে-কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবার আন্তর্জাতিক চা দিবসে স্পেশাল প্লাকিং-এর কথা ঘোষণা করল টি বোর্ড। উল্লেখ্য, বিগত দু-বারের মতো চা দিবস উদযাপনের জন্য টি-বোর্ডের তরফে আরও কর্মসূচি নেওয়া হয়েছে। তবে স্পেশাল প্লাকিং অন্যতম।

উন্নত গুণমানের চা উৎপাদনের জন্য দুটি পাতা, একটি কুঁড়িকে বেছে নেওয়ার কথা বলা হয়েছে।
২১ মে রবিবার হওয়ায়, তার আগে ১৯ মে বাগানগুলিকে স্পেশাল প্লাকিং করার কথা জানিয়েছে টি বোর্ড। টি বোর্ডের চেয়ারম্যান সৌরভ পাহাড়ির কথায়, চায়ের জন্য নির্দিষ্ট একটি দিন বরাদ্দ করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়র প্রতি আকর্ষণ বাড়াতেই তারা এমন উদ্যোগ নিয়েছেন।

স্পেশাল প্লাকিং অর্থাৎ নিয়ম মেনে নিখুঁত মানের কাঁচা পাতা তোলার উদ্যোগে ভাল মানের চা তৈরির সুস্থ প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশাবাদী টি বোর্ডের কর্তা-ব্যক্তিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#international tea day, #special plucking, #West Bengal, #North Bengal, #teaboard

আরো দেখুন