দেশ বিভাগে ফিরে যান

গোটা দেশে বদলাচ্ছে রেল স্টেশনের নামের ফলকের রঙ

May 16, 2023 | < 1 min read

গোটা দেশে বদলাচ্ছে রেল স্টেশনের নামের ফলকের রঙ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশে একই রঙে সেজে উঠতে চলেছে রেল স্টেশনের ফলক। রেলের দাবি, রাজ্যে রাজ্যে স্টেশনের ফলকের রঙ আলাদা আলাদা হয়। সামঞ্জস্য আনতেই এমন উদ্যোগ নিচ্ছে রেল। গতকাল অর্থাৎ সোমবার এ খবর জানান খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

উল্লেখ্য, গোটা দেশে ৭ হাজার ৩০০টি স্টেশন রয়েছে। এবার থেকে ভারতীয় পতাকার রঙে রেঙে উঠতে চলেছে নামের বোর্ডগুলি। গেরুয়া, সাদা, সবুজ রঙে সাজানো হবে বোর্ডগুলি। তার মধ্যে নীলের উপর সাদা রঙ দিয়ে স্টেশনের নাম লেখা থাকবে। সবার উপরের অংশে থাকবে আঞ্চলিক ভাষায় স্টেশনের নাম। তার নীচে হিন্দি এবং একেবারে নীচে ইংরেজিতে লেখা থাকবে স্টেশনের নাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ashwini Vaishnaw, #Railway station, #India, #Indian Railway, #Railway, #Rail Ministry

আরো দেখুন