আরও এক গোয়েন্দা! কোন ভূমিকায় দেখা যাবে আবিরকে?

জানা যাচ্ছে, দীপকের ভূমিকায় অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। স্বপনকুমারের রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প বাদামি হায়নার কবলে অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।

May 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা ছবি, সিরিজে গোয়েন্দা কাহিনীর জোয়ার এসেছে। বইয়ের পাতা থেকে গোয়েন্দারা উঠে আসছেন পর্দায়। ফেলু, ব্যোমকেশ তো ছিলই, দোসর হয়েছেন কিরীটি, অর্জুন, মিতিন মাসিরাও। এবার আরও এক গোয়েন্দার আবির্ভাব ঘটতে চলেছে রুপোলি পর্দায়। তিনি দীপক চ্যাটার্জী। স্বপনকুমার অর্থাৎ ডঃ সমরেন্দ্রনাথ পান্ডের লেখা কালো নেকড়ে, বাজপাখি, ড্রাগন, মিস্ট্রিম্যান ডিটেকটিভ সিরিজের গল্পগুলো মনে পড়ে? সেই গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবার বড়পর্দায়। হইচই স্টুডিওজ নিয়ে আসছে এই গোয়েন্দাকে।

জানা যাচ্ছে, দীপকের ভূমিকায় অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। স্বপনকুমারের রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প বাদামি হায়নার কবলে অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। স্বপনকুমারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। হইচইয়ের নয়া শাখা হইচই স্টুডিওজ এখন বড় পর্দার জন্য ছবি তৈরি করবে। এটিই হতে চলেছে হইচই স্টুডিওজের প্রযোজনায় প্রথম ছবি। পাশাপাশি এই ছবিটিই বাংলার প্রথম অ্যাকশন নির্ভর ডিটেকটিভ কনটেন্ট। শোনা যাচ্ছে, চলতি মাসেই শুরু হবে শ্যুটিং। আগামী কালীপুজোয় ছবি মুক্তি পেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen