ম্যাচের আগে নাইট ফ্যানদের অভিনব উদ্যোগ- KKR Rally
এই KKR RALLY হবে বিকেল ৪টে থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ইডেন গার্ডেনন্স পর্যন্ত। প্রত্যেক KKR ভক্তরা উচ্ছ্বসিত এই অনুষ্ঠানের জন্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২০মে ইডেন গার্ডেন্সে সুপার সাটার্ডেতে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস।
শনিবার সন্ধ্যে ৭:৩০ টায় ইডেনে এই বছরের #IPL-র শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত প্লে-অফে কোয়ালিফাই করেনি KKR, তবুও সমর্থকদের ভালোবাসা একটুও কমেনি। টিম শাহরুখ খান এবং গোল্ডেন নাইটসের যৌথ উদ্যোগে ২০ মে, ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন ও ধন্যবাদ জানাতে ফ্যানদের জন্য “KKR RALLY” আয়োজন করেছে। সকল কেকেআর এবং শাহরুখ খান ফ্যানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এই KKR RALLY হবে বিকেল ৪টে থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ইডেন গার্ডেনন্স পর্যন্ত। প্রত্যেক KKR ভক্তরা উচ্ছ্বসিত এই অনুষ্ঠানের জন্য।