রাজ্য বিভাগে ফিরে যান

আজও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

May 19, 2023 | < 1 min read

মেঘলা সন্ধ্যায় কলকাতা। ছবির ক্রেডিট: দেবর্ষি দত্তগুপ্ত; কল সাইন: রোডরানার, কলকাতা ক্লাউড চেজার্স।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি।

অস্বস্তিকর গরমের থেকে স্বস্তি দিয়ে কলকাতা-সহ কিছু জেলায় গতকাল বিকেল থেকে নামল বৃষ্টি। শুক্র এবং শনিবার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ৪০ কিমি বেগ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে।

শনি এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই।  

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #weather office report, #rainfall alert, #Weather Today

আরো দেখুন