রাজ্য বিভাগে ফিরে যান

ওড়িশার ভাগ্যে ভুরি ভুরি প্রকল্প, আবারও রেলপ্রকল্প থেকেও বঞ্চিত বাংলা?

May 19, 2023 | < 1 min read

বাংলা পেল না কোনও রেল প্রকল্প, ছবি সৌজন্যে- tribuneindia

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হল, বাংলা ও ওড়িশা দুই রাজ্যই পেল ট্রেনটি। কিন্তু এতেও বঞ্চনার শিকার হল বাংলা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেসগুলোর মতো এটিরও উদ্বোধন হয় প্রধানমন্ত্রী মোদীর হাতে। সেই উদ্বোধনে ওড়িশার জন্যে কল্পতরু হলেন মোদী। নবীন পট্টনায়কের রাজ্য একের পর এক রেল প্রকল্প পেল।

একতরফাভাবে ওড়িশাকে একাধিক রেলপ্রকল্প উপহার দিলেন মোদী। সম্বলপুর থেকে টিটাগড় রেলসংযোগ, আঙ্গুল থেকে সুখিন্দা ব্রড গেজ রেলপথ, রাউরকেল্লা থেকে জামগা নতুন ব্রডগেজ রেলপথ, বিচ্চুপালি থেকে ঝারতারবা নতুন রেলপথ, সর্বমোট প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প পাচ্ছে ওড়িশা। কিন্তু মেগা অনুষ্ঠানটিতে বাংলার ভাগ্যে কোনও প্রকল্প জুটল না। হাওড়া স্টেশনে ছিল অনুষ্ঠান, সেখানেই বঞ্চিত হল বাংলা। বাংলার শাসক দলের অভিযোগ কেন্দ্রের মোদী সরকার কার্যত বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে। রাজনৈতক বিশেষজ্ঞ মহলের মতে, একুশের পরাজয়ের যন্ত্রণা আজও তাজা মোদী-শাহর। সেই রাজনৌতিক বৈরীতা মেটাতেই কি রুদ্ধ হচ্ছে বাংলার উন্নয়ন? অন্য রাজ্য মোদী সরকারের তরফে ঢালাও প্রকল্প ও টাকা পেলেও, বাংলার ভাগ্যে শূন্যই থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #Modi Government, #Rail Projects

আরো দেখুন