দেশ বিভাগে ফিরে যান

এবার ২ হাজার টাকার নোট তুলে নিচ্ছে আরবিআই!

May 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ২,০০০ টাকার নোট তুলে নেওনার সিদ্ধান্ত নিয়েছে। তবে নোটগুলি কেবলমাত্র আইনি দরপত্র হিসেবে চালু থাকবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে আরবিআই।

ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ২,০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করতে পরামর্শ দিয়েছে আরবিআই। আপাতত এই নোটগুলি বৈধ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর সন্ধেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর ৫০০ এবং ১০০০ টাকার সমস্ত নোট তুলে নেওয়া হয়েছিল। মোদী সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে গরিব, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জীবন বেশ কিছুদিনের জন্য দুর্বিসহ হয়ে ওঠে। ATM গুলির সামনে লম্বা লাইন পরে। মানুষ নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা তুলতে হিমশিম খায়। এই মুদ্রার পরিবর্তে রিজার্ভ ব্যাঙ্ক নতুন ৫০০ এবং ২০০০ টাকার নতুন নোট জারি করে। ২০১৭-১৮ সালে দেশে সবচেয়ে বেশি প্রচলিত ছিল ২০০০ টাকার নোট। এই সময়ে বাজারে ২০০০-এর প্রায় ৩৩,৬৩০ লক্ষ নোট প্রচলন ছিল, যার মোট মূল্য ছিল প্রায় ৬.৭২ লক্ষ কোটি টাকা

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #RBI, #Rs 2000 currency notes

আরো দেখুন