বিনোদন বিভাগে ফিরে যান

ফের আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবি, Cannes-এ উন্মোচিত হবে দেবী চৌধুরানী-র পোস্টার

May 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের টলিউডের তৈরি হচ্ছে দেবী চৌধুরানী। বঙ্কিমের কাহিনীকে চলচ্চিত্রের রূপ দিচ্ছে পরিচালক শুভ্রজিৎ মিত্র। মিসেস সেন-এর জুতোর পা গলাচ্ছেন শ্রাবন্তী। তিনি ডাকাত রানীর ভূমিকায়। ভবানী পাঠক হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির মোশন পোস্টার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবার কান চলচ্চিত্র উৎসবে উন্মোচিত হতে চলেছে ছবির পোস্টার। স্বয়ং প্রফুল্ল ও তাঁর গুরু ভবানী পাঠক, অর্থাৎ শ্রাবন্তী এবং প্রসেনজিৎ সমাজ মাধ্যমে এ খবর প্রকাশ্যে এনেছেন।

যুধাজিত, তাঁর শর্ট ফিল্ম নিয়ে ফ্রান্সে পাড়ি দিয়েছে। তাঁর ছবি কানে দেখানো হবে, এরই মাঝে প্রকাশ্যে এল দেবী চৌধুরানীর খবর। সমাজ মাধ্যমে প্রসেনজিৎ লেখেন, ২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে দেবী চৌধুরানী পোস্টার উন্মোচিত হবে। কান-এর ভারতীয় প্যাভিলিয়নে মার্শ দ্যু ফিল্মস-এ পোস্টারটি দেখা যাবে।

ইতিমধ্যেই ছবির দৃশ্যধারণের কাজ আরম্ভ হয়েছে। প্রসেনজিৎ, শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী। ব্রজেশ্বরের ভূমিকায় থাকছেন অর্জুন, ব্রজেশ্বরের বাবার ভূমিকায় করবেন সব্যসাচী চক্রবর্তী। কলকাতা সংলগ্ন শহরতলী, বীরভূম, পুরুলিয়া, উত্তরবঙ্গের জঙ্গলে ছবির শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Prosenjit Chatterjee, #cannes, #Srabanti Chatterjee, #Devi Chowdhurani, #Cannes 2023, #Subhrajit Mitra

আরো দেখুন