সকাল থেকে অস্বস্তির গরম, বিকেলের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

শুধু ২৫ তারিখ বৃহস্পতিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

May 23, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুমোট ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। তৈরি হয়েছে গলদঘর্ম পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৮৩ শতাংশ।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ২৭ মে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুধু ২৫ তারিখ বৃহস্পতিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন সূত্রে জানা গেছে, ঝড়বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টা পর দুই বঙ্গেই তাপমাত্রা সামান্য কমবে। কলকাতার ক্ষেত্রেও আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen