আজ জামাইষষ্ঠী, নবদ্বীপে এদিন জামাইরূপে পূজিত হন নিমাই

নদীয়ার নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয় জামাইষষ্ঠী।

June 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামাইষষ্ঠীতে মহাপ্রভুকে জামাই রূপে আদর-আপ্যায়ন করা হয় নদীয়ায়। নদীয়ার নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয় জামাইষষ্ঠী। ওই দিন নিমাই তাদের জামাই। বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তরপুরুষরা বংশ পরম্পরায় ওই মন্দিরের পৌরহিত্যের দায়িত্ব সামলাচ্ছেন। সাড়ে তিনশো বছর ধরে এই মন্দিরের শ্রীচৈতন্যদেবের বিগ্রহকে তাঁরা জামাই হিসেবে আপ্যায়ন করে আসছেন।

এই দিন স্থানীয় প্রবীণারা মহাপ্রভুকে ষাটের বাতাস দেন। হাতে সুতো বেঁধে দেন। বিগ্রহকে নতুন পোশাকে সাজানো হয়। রাজসিক ভোগের আয়োজন থাকে। রুপোর রেকাবিতে মরশুমি ফল, রুপোর বাটিতে ক্ষীর, রুপোর গ্লাসে জল নিয়ে নিমাইয়ের ঘুম ভাঙানো হয়। চিঁড়ে, মুড়কি, দই, আম, কাঁঠাল ও মিষ্টির ফলাহার নিবেদন করা হয়। মধ্যাহ্নভোজে নানা তরকারি, ডাল, ভাজা, থোড়, বেগুন পাতুরি, ছানার ডালনা, ধোকার ডালনা, লাউ, চালকুমড়ো এবং পোস্ত দিয়ে রাঁধা বিভিন্ন রকমের নিরামিষ পদ থাকে। দিবানিদ্রার পরে বিকেলে নিমাইকে ছানা আর মিষ্টি নিবেদন করা হয়। রাতে শয়ানের আগে গাওয়া ঘিয়ের লুচির সঙ্গে মালপোয়া আর রাবড়ি দেওয়া হয়। শেষে থাকে সুগন্ধি দেওয়া খিলি পান।

এই মন্দিরের জামাইষষ্ঠী ভোগের বিশেষত্ব হল আমক্ষীর। আম আর ক্ষীর এক সঙ্গে পাক দিয়ে তৈরি হয় আম ক্ষীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen