খেলা বিভাগে ফিরে যান

পরিবেশ-বান্ধব IPL! প্লে-অফে প্রতিটি ডট বলের জন্য বৃক্ষরোপণ

May 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিসিসিআই চলতি আইপিএল-এ একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। আপিএলে প্লে-অফে প্রতিটি ডট বলের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৫০০টি করে চারা গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। একটি ম্যাচে যদি দু’ইনিংস মিলিয়ে ৫০টি ডট বল হয় তা হলে সেই ম্যাচের জন্য ২৫,০০০ চারাগাছ লাগাবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

বিশ্ব উষ্ণায়নের সময় ভারতে সবুজ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ক্রোড়পতি লিগ। প্লে-অফের প্রথম ম্যাচেই বোলারের প্রতিটি ডট বলের পাশে স্কোরবোর্ডে একটি করে গাছের ছবি দেখানো হচ্ছে।

ভারতের ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকে।

এ বারের আইপিএলের প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মাহির চেন্নাই জিতে সরাসরি ফাইনালে পৌঁছে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL final, #Playoffs, #IPL 2023, #dot ball, #IPL, #Tree Plantation, #BCCI

আরো দেখুন