← দেশ বিভাগে ফিরে যান
BJP-শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন সৌরভ? জোর গুজব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: BCCI থেকে সরে যেতে হয়েছে, ICC-তে যাওয়া হয়নি। তারপর IPL-ও দিল্লির দায়িত্ব নিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি বাংলার মহারাজ। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তাই নিয়ে যখন কানাঘুষো আরম্ভ হয়েছে, তখনি জানা গেলে যে কলকাতায় ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কী বিষয়ে বৈঠক? গুজব উঠেছে যে BJP-শাসিত ত্রিপুরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবার প্রস্তাব পেয়েছেন সৌরভ। শুধু তাই নয়, সে প্রস্তাব নাকি মনেও ধরেছে মহারাজের।
২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সৌরভকে পাশে পেতে মরিয়া চেষ্টা করে BJP। তাঁর বাড়িতে নৈশভোজ খেতে যান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সৌরভ নাকি খুব কায়দা করে রাজনীতিকে দূরে ঠেলে দিতে সক্ষম হন। তবে এবার সত্যি করে BJP-র সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধবেন কি না, সেটা সময়ই বলবে।