আসতে পারে আরও ভয়ানক মহামারী, অশনি সংকেত WHO-এর

উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরির কাজ চালিয়ে যেতে হবে। তবেই আগামীতে অন্য মহামারী আঘাত আনলে তা রুখে দেওয়া সহজ হবে।

May 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অশনি সংকেত, ছবি সৌজন্যে- Twitter/GHS

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শোনালো অশনি সংকেত! পৃথিবীর বুকে হানা দিতে পারে করোনার থেকেও মারাত্মক মহামারী। সেই কারণেই আগামী সতর্কবাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই হু-এর মত, এখন আগামী অতিমারি ঠেকানোর প্রস্তুতি আরম্ভ করা উচিত।

দিন কয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে টেডরস রিপোর্ট পেশ করে জানিয়েছেন, আগামী দিনে আরও মারাত্মক মহামারী আঘাত আনতে পারে। আশঙ্কার কথা শুনিয়ে টেডরস বলেছেন, করোনার প্রকোপ কমেছে মনে করাটা ঠিক না। আগামীতে কোভিডের অন্য কোনও স্টেইন বা নতুন প্রজাতি হামলা চালাতেই পারে। তাতে হয়ত আরও বেশি সংখ্যক মানুষের হবে। করোনার চেয়েও অনেক বেশি মারণ ক্ষমতাসম্পন্ন ভাইরাসও আক্রমণ আনতেই পারে। নিশ্চিন্ত হয়ে না বসে থেকে, যেকোনও রকমের পরিস্থিতির জন্য তৈরি থাকার কথা বলছেন তিনি। মানুষকেও নিজ নিজ সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। তাঁর পরামর্শ, পরবর্তী মহামারী আঘাত হানার আগেই, সম্মিলিতভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তা মোকাবিলা করা যায়। উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরির কাজ চালিয়ে যেতে হবে। তবেই আগামীতে অন্য মহামারী আঘাত আনলে তা রুখে দেওয়া সহজ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen