দেশ বিভাগে ফিরে যান

গুজরাতে রেকর্ড সংখ্যক পড়ুয়া অকৃতকার্য, বেহাল মোদীর রাজ্যের শিক্ষা ব্যবস্থা

May 28, 2023 | < 1 min read

প্রায় লক্ষের কাছাকাছি সংখ্যক পড়ুয়া গুজরাতি ভাষার পাশ করতে পারেনি। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর রাজ্য গুজরাত বোর্ডের ২০২৩ সালের এসএসসি দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে প্রায় ১৫৭টি স্কুলের সকলেই অকৃতকার্য হয়েছে। এতে প্রশ্ন উঠছে মডেল গুজরাতের শিক্ষা ব্যবস্থা নিয়ে।

প্রায় লক্ষের কাছাকাছি সংখ্যক পড়ুয়া গুজরাতি ভাষার পাশ করতে পারেনি। অঙ্কে ফেল করেছে ১ লক্ষ ৯৬ হাজার ছাত্রছাত্রী। ১০৮৪টি স্কুলে পাশের হার মাত্র ৩০ শতাংশ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ১৫৭টি স্কুলে পাশের হার শূন্য। আড়াই দশক গুজরাত চালাচ্ছে বিজেপি। মোদীর মাতৃভূমি গুজরাত, আজকের ভারতের ক্ষমতার দুই ভরকেন্দ্র, অমিত শাহ এবং মোদী, দুজনেই গুজরাত। এমন একটি রাজ্যে শিক্ষার হাল বেহাল হাওয়া, প্রশ্ন উঠছে নানা মহলে। অন্যদিকে, বিজেপি সব সময় গুজরাত মডেল নিয়ে গলা ফাটায়। সেই মডেল যে আদপে প্রচারমাত্র, তা এই পরিসংখ্যান প্রমাণ করে; এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Failed, #gujarat

আরো দেখুন