সাক্ষী, ভিনেশদের পাশে এবার ফুটবল অধিনায়ক, অলিম্পিক চ্যাম্পিয়ন

কুস্তিগিরদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করেন জাতীয় ফুটবল অধিনায়ক সুনীল।

May 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
সাক্ষী, ভিনেশদের পাশে এবার প্ৰাক্তন ক্রিকেটার, ফুটবল অধিনায়ক, অলিম্পিক চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক দিকে চলছে নতুন সংসদ ভবনের উদ্বোধন, অন্যদিকে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত কুস্তিগিরদের টেনে হিঁচড়ে আটক করার ঘটনা। এই সময়ে তাঁদের পাশে দাঁড়ালেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া,ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটটার ইরফান পাঠান।

অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া রবিবার ভারতের শীর্ষ কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিককে দিল্লি পুলিশ আটক করার পরে এবং তাদের প্রতিবাদের স্থান সাফ করার পরে প্রতিক্রিয়া জানিয়ে টুইট লিখেছেন, – “এই ভিডিওটি আমাকে দুঃখ দেয়। এটি মোকাবেলা করার আরও ভাল উপায় থাকতে হবে,” সাক্ষীর একটি টুইটের প্রতিক্রিয়ায় টুইটারে নীরজ একথা লিখেছেন।

কুস্তিগিরদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করেন জাতীয় ফুটবল অধিনায়ক সুনীল। তিনিই দেশের যে কোনও খেলার প্রথম অধিনায়ক যিনি কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন। টুইটারে সুনীল লিখেছেন, “কেন আমাদের কুস্তিগিরদের এই ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়। আমি আশা করি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে।”

প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এই ঘটনার দ্রুত নিস্পত্তি করার আবেদন রাখেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen