বিরল কিডনির রোগের ওষুধ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, গবেষণায় সামিল বাংলাও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুরারোগ্য কিডনির রোগ নিরাময়ের উপায় পেল চিকিৎসা বিজ্ঞান। এই যুগান্তকারী আবিষ্কারের সঙ্গে জড়িয়ে গেল বাংলাও। এতদিন, আইজিএ নেফ্রোপ্যাথি নামের বিরল কিডনির রোগের নিরাময়ের কোনও উপায় ছিল না ডাক্তারবাবুদের কাছে। এদেশের প্রতি ছ-জন কিডনি রোগীর একজন এই সমস্যায় ভোগেন। প্রস্রাবের সঙ্গে রক্তপাত হওয়ার মতো সমস্যায় ভোগেন এই রোগে আক্রান্তরা। জাপান, চীনের মতো দেশে প্রতি দুজন কিডনি রোগীর একজন, এমন রোগে আক্রান্ত হন। এবার এই রোগের সুনির্দিষ্ট ওষুধ পাওয়া গিয়েছে, এমনই দাবি চিকিৎসক এবং বিজ্ঞানীমহলের একাংশের। এই গবেষণায় বাংলাও সামিল ছিল। এন আর এস মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগ ট্রায়াল অংশ নিয়েছিল।
আইজিএ রোগের এই ওষুধের তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালে সাড়া মিলেছে। এই রোগে দেশে এ অ্যান্টিবডি শরীরের বিরুদ্ধেই কাজ করে। মূত্রে প্রোটিন ও ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। প্রস্রাবের সঙ্গে রক্তপাত হতে থাকে। ডায়ালিসিসের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয়। শেষমেশ কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনও উপায় থাকে না।
চিকিৎসকদের মতে, এদেশে রোগটি অত্যন্ত আগ্রাসী রূপ নেয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু একটি নির্দিষ্ট ওষুধের ফেজ থ্রি ট্রায়ালে ফল মেলায় আশাবাদী চিকিৎসকরা। গবেষণায় নিযুক্ত চিকিৎসকরা বলছেন, ওই ওষুধে ইউরিনে প্রোটিন, ইউরিয়া নিঃসৃত হওয়া নিয়ন্ত্রণ করা গিয়েছে। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াও নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সব মিলিয়ে নিরাময় পথে খুঁজে পাওয়ায় চিকিৎসকরাও অত্যন্ত খুশি।