মণিপুরে একদিনের সফরে যেতে চান মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শান্তির বার্তা নিয়ে অশান্ত মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি চেয়ে দিল্লিকে চিঠি পাঠাতে চান তিনি।
গত ৩ মে থেকে মেইতেই এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষ চলছে মণিপুরে। তার জেরে ইতিমধ্যেই ৭৫ জনের বেশি নিহত হয়েছেন। ঘরছাড়া অনেকে। পাশাপাশি জঙ্গি দমন অভিযানও চলেছে। ৪০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
এর আগে মণিপুরে অশান্তি শুরু সঙ্গে সঙ্গেই উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সেখানকার প্রবাসীদের সাহায্যে কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করেন। মণিপুরে পড়তে যাওয়া বহু ছাত্রছাত্রী ঘরে ফিরেছে নবান্নের সহায়তায়। অর্থাৎ গোড়া থেকেই মণিপুরের পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্য সরকার। আর এবার শান্তি ফেরাতে অশান্ত রাজ্যে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই মর্মে দিল্লিতে,স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি লিখছেন তিনি। বর্তমান পরিস্থিতির নিরিখে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে মণিপুরে। অনুমতি মিললেই চূড়ান্ত হবে সফরসূচি।
উল্লেখ্য, ১০ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইম্ফলে গিয়ে আফস্পার অনশনরত ইরম শর্মিলা চানুর সঙ্গে দেখা করেছিলেন। অনুরোধ করেছিলেন, অনশন তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। এবারও শান্তির লক্ষ্যে তাঁর মণিপুর সফর।