← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে ফিরছে তাপপ্রবাহের দাপট জানাচ্ছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে নদিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সপ্তাহেই আবারও তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে মালদা ও দক্ষিণ দিনাজপুরে গরম বাড়বে।
কলকাতার আবহাওয়া তেমন কোনও বদল হবে না বরং অস্বস্তিকর গরম আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।