কলকাতা বিভাগে ফিরে যান

এবার টেলিফোনেই ক্লাস করাবেন শিক্ষকরা, নয়া সিদ্ধান্ত রাজ্যের

July 24, 2020 | < 1 min read

করোনা (Corona Virus) আতঙ্কে দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল। তাই পড়ুয়াদের স্বার্থে শুরু হয়েছিল অনলাইন ক্লাস। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা প্রচুর। তাই এবার টেলিফোনের মাধ্যমে স্কুলের পাঠ শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

চলতি বছরের মার্চ থেকেই জারি হয়েছে লকডাউন। সেই থেকেই তালা পড়েছে স্কুলে। কতদিনে ফের পড়ুয়ারা স্কুল মুখো হতে পারবে এখনও তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। কিন্তু স্কুল বন্ধ বলে লেখাপড়া থেমে থাকলে তো চলবে না! তাই লকডাউনের শুরু থেকেই অনলাইন ক্লাস নিতে শুরু করেছেন শিক্ষকরা। অধিকাংশ পড়ুয়ারা সেই ক্লাস থেকে উপকৃতও হচ্ছে। কিন্তু বহু ছাত্র-ছাত্রীই স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাসে যোগ দিতে পারছে না। তাঁদের কথা ভেবেই এবার টেলিফোনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। জানা গিয়েছে, বর্তমানে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই সুযোগ পাবে। পরবর্তীতে অন্যান্যরাও এই সুবিধা পাবে। এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলার DI-দের সঙ্গে বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন (Manish Jain)।

সূত্রের খবর, টেলিফোনের মাধ্যমে কীভাবে ক্লাস নেবেন শিক্ষকরা, ইতিমধ্যে তার প্রশিক্ষণ শুরু হয়েছে। বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা প্যানেল তৈরি করা হচ্ছে। থাকবে টোল ফ্রি নম্বর। ছাত্রছাত্রীরা নাম, ক্লাস ও বিষয় উল্লেখ করে সেখানে ফোন করলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এতে পড়ুয়ারা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শুধু অনলাইন ক্লাসই নয়, পড়ুয়াদের স্বার্থে টিভিতেও একটি নির্দিষ্ট সময়ে ক্লাস নিতে শুরু করেছিলেন শিক্ষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #online classes, #Phone Call, #student, #School, #covid-19

আরো দেখুন