রাজ্যের কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে জানাল আবহাওয়া দপ্তর
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
June 1, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে।
গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায়।
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।