রাজবংশীদের ঐতিহ্যবাহী মদনকামের বাঁশ পুজো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
দেব দেবো কামদেবো ঠাকুর মদনকাম
ভক্তিতে পুজিলে পড়ে পূরায় মনস্কাম।।
জন্ম সে যুগো চুয়োড় খেলা ভর পূর্নিমার চাঁদ।
হস্তে ধনুক খোচায় বাটুল ঠাকুর মদনকাম।
রাজবংশী সম্প্রদায়ের অন্যতম পুজো মদনকাম । এই পুজোর বিশেষত্ব হলো বাঁশ মদনকাম রূপে পুজো করা হয়। প্রতি বছর বাঁশ খেলার মাধ্যমে ঐতিহ্যবাহী মদনকামের পুজোতে সামিল হয় জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অগণিত বাসিন্দারা।
এই পুজোকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী চলে বাঁশ খেলা ও বাঁশ মেলা। বাঁশগুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয়। তারপর সন্তান কামনায় পুজো করা হয়। পুজোর পর দু’জনকে শিব এবং কালি ঠাকুর সাজিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় বাঁশ খেলার টিম।
জলপাইগুড়ি জেলার গবেষক উমেশ শর্মা জানিয়েছেন মদন দেবের পুজো মূলত ডুয়ার্স ও কোচবিহার জেলায় হয়ে থাকে। লোকসংস্কৃতির গবেষক ধনেশ্বর বর্মনের মতে, বর্তমানে মদনকামের পুজোকে কেন্দ্র করে বাঁশ খেলা প্রায় বিলুপ্তির পথে।