ঘুরে আসুন পাহাড়ি গ্রাম তাবাকোশি 

শীত খুব একটা বেশি না,আবার গ্রীষ্মে মনোরম। পাখি প্রেমীদের জন্যে স্বর্গ এই তাবাকোশি গ্রাম।

July 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রংবংখোলা নদীর ঢালে অপরূপ প্রাকৃতিক শোভার সম্ভার সাজিয়ে রেখেছে পাহাড়ি গ্রাম তাবাকোশি। গোপালধারা চা বাগানের একেবারে ভেতরে। মিরিক শহর থেকে মাত্র ৫ কিমি। উচ্চতা প্রায় ৩,০০০ ফুট। শীত খুব একটা বেশি না,আবার গ্রীষ্মে মনোরম। পাখি প্রেমীদের জন্যে স্বর্গ এই তাবাকোশি গ্রাম।

কি দেখবেন

প্রকৃতি নিজের সব রঙ ঢেলে দিয়েছে রংবংখোলা নদীর ধারে। বিস্তৃত সারি সারি সবুজ চা বাগান। দেখতে পাবেন পিঠে টুকরি নিয়ে চা পাতা তুলছে মহিলারা। রয়েছে নানারকম ফুল ও অর্কিড। দেখতে পাবেন পরিযায়ী পাখি। 

কিছুটা দূরে দূরেই পাহাড়। ঢালে ঢালে রয়েছে জঙ্গল ও চা বাগান। রয়েছে প্যাগোডা আকৃতির শিবমন্দির।  সময় থাকলে ঘুরে আসতে পারেন মিরিক লেক। দুরত্ব মাত্র ৮ কিলোমিটার।  

কিভাবে যাবেন

হাওড়া বা কলকাতা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি বা এনজিপি থেকে তাবাকোশির দূরত্ব ৬০ কিমি। 

শিলিগুড়ি বা এনজিপি থেকে গাড়ি বা জিপ ভাড়া করে সোজা চলে যেতে পারেন। আবার বাসে মিরিক গিয়ে সেখানে থেকে গাড়ি নিয়ে তাবাকোশি চলে যাওয়া যায়।  

কোথায় থাকবেন

তাবাকোশি গ্রামে একমাত্র থাকার জায়গা সোনাখাড়ি হোমস্টে। এখানে মোট ছটি কটেজ আছে। ২টি স্টোন কটেজ, ১টি ব্যাম্বু কটেজ, ১টি ট্রি-হাউস ও ২টি উডেন কটেজ। 

মাথাপিছু থাকা খাওয়া নিয়ে প্রায় দৈনিক খরচ ১৫০০ টাকা।

যোগাযোগঃ ৯৭৩৩৪-৫৪৭৭৯

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen