বাইকে চেপে হঠাৎ কেন এসএসকেএমে মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে শামিল হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

June 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পদকজয়ী কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মোমবাতি মিছিল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক চিত্র সাংবাদিক। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দেখতে বাইকে চেপে হাসপাতালে রওনা দেন মুখ্যমন্ত্রী।

দিল্লিতে পুলিশি হেনস্তার শিকার পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। যার প্রতিবাদে কলকাতার রাজপথে নামে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে শামিল হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

ব্রিজভূষণের গ্রেপ্তারি নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কুস্তিগিরদের ধমকানো, চমকানো হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি। গতকাল আমাদের মিছিল চলাকালীন শুনলাম ব্রিজভূষণ পদত্যাগ করেছে। পরে আবার শুনলাম করেনি। কিন্তু শুধু পদত্যাগ করলেই হবে না। ওর গ্রেপ্তার হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলার পরও হয়নি। তাই যতদিন না ব্রিজভূষণকে গ্রেপ্তার করা হচ্ছে, ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen