দেশ বিভাগে ফিরে যান

UPDATE বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা: মৃত অন্তত ২৯৫ জন, আহত অন্তত ১০০০

June 3, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেস ওড়িশায় পণ্যবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে, ৬টি বগি লাইনচ্যুত, অন্তত ২৯৫ জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে।

বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। কীসের জন্য দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা এখনও পর্যন্ত জানা যায় নি।

Update:

* ওড়িশা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১১৭৫ জন রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন যার মধ্যে ৭৯৩ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৮২ জন রোগী হাসপাতালে রয়েছেন যার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, বাকিরা সবাই স্থিতিশীল।    

* শনিবার সন্ধ্যা ৬.০৫ পর্যন্ত মৃতর সংখ্যা বেড়ে ২৯৫ জন এবং আহত অন্তত ৯০০

* শনিবার দুপুর ১.৫৬ পর্যন্ত মৃতর সংখ্যা বেড়ে ২৮৮ জন এবং আহত অন্তত ৯০০

* ১৩২ জন আহতকে সোরো সিএইচসি, গোপালপুর সিএইচসি এবং খানতাপাডায় স্থানান্তরিত করা হয়েছে

* রাত ৯:২০ অবধি খবরে জানা যাচ্ছে মৃত অন্তত ৩০, আহত অন্তত ১৮০

* করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। 

* দুর্ঘটনার জেরে বাতিল কলকাতা থেকে দক্ষিণ ভারতগামী সব ট্রেন 

* বালেশ্বরে করমণ্ডলের ধাক্কা খেয়ে বেলাইন হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেসও 

* রাত ১১ অবধি খবর মৃত অন্তত ১০০, আহত অন্তত ৩৫০

* এ রাজ্য থেকে দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে ১২ জন চিকিৎসককে, যাচ্ছে শববাহী গাড়ি, অ্যাম্বুল্যান্সও

* দুর্ঘটনায় নিহত পরিবারদের জন্য ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। অল্প আহতদের জন্য ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

* দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা 

* শনিবার সকাল ৭টা অবধি মৃত অন্তত ২৩৮, আহত অন্তত ৯০০

* শনিবার দুপুর ১২টা অবধি মৃত অন্তত ২৮০, আহত অন্তত ৯০০

* রবিবার সকাল ৮টা অবধি মৃত অন্তত ২৯৫ জন, আহত অন্তত ১০০০






TwitterFacebookWhatsAppEmailShare

#Baleswar, #Shalimar-Chennai Karamandal Express

আরো দেখুন