← দেশ বিভাগে ফিরে যান
বালেশ্বরে কবে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিপর্যয়ের শেষে চলে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি। শুক্রবারের ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে বহু প্রাণ। তিনশো ছুঁই ছুঁই মৃতের সংখ্যা। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বহু ট্রেন বাতিল হয়েছে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে, আবার ঘুরপথে চলছে বেশ কিছু ট্রেন।
কবে থেকে ফের কলকাতা ও দক্ষিণ ভারতের মধ্যে স্বাভাবিক হবে ট্রেন চলাচল?
রেলমন্ত্রীর কথা অনুযায়ী, গতকাল থেকেই দুর্ঘটনাগ্রস্থ বগি সরানোর কাজ শুরু হয়েছে। চলছে রেললাইন মেরামতির কাজ। আগামীকাল থেকে সিগন্যালিংয়ের কাজ আরম্ভ হবে। রেলমন্ত্রী জানাচ্ছেন, মঙ্গলবার রাত বা বুধবার সকাল থেকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, ট্রেন দুর্ঘটনায় এখনও অবধি ২৯৫ জনের মৃত্যু হয়েছে।(রবিবার সকাল অবধি)