রাজ্য বিভাগে ফিরে যান

একটি আমের দাম দশ হাজার! কোথায় মিলল সেই আম?

June 4, 2023 | < 1 min read

একটি আমের দাম দশ হাজার!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটি আমের মূল্য ১০ হাজার ৬০০ টাকা! দুবরাজপুরের বনকাটি পাড়ার মসজিদের একটি আম গাছের আম এখন খবরের শিরোনামে। টকটকে লাল সেই আমের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। ওই আম নিয়ে আলোচনা চলছে বিস্তর। কেউ কেউ বলছেন আমগুলো মিয়াজাকি প্রজাতির। মিয়াজাকি আম, প্রায় আড়াই লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয়।

আম নানা দাবি উঠতেই মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, একটি আম পেড়ে তা নিলামে তোলা হবে। শুক্রবার নিলামে ওই গাছের একটি আমের দাম ওঠে ১০,৬০০ টাকা। স্থানীয় এক যুবক জনৈক মির্জা ইজাজ বেগ আমটি কেনেন। মসজিদ কমিটির সভাপতি কাজি আবু তালেব জানান, আম বিক্রির টাকা মসজিদের উন্নতিতে ব্যয় করা হবে। জানা গিয়েছে, সৈয়দ নিজামুদ্দিন গাছটি বুনেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#birbhum, #mango, #10k, #West Bengal

আরো দেখুন