দেশ বিভাগে ফিরে যান

করোনায় মৃত্যুতে ফ্রান্সকে টপকাল ভারত

July 25, 2020 | 2 min read

একদিনে প্রায় ৫০ হাজার। দেশবাসীর উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৪৯ হাজার ৩১০ জন। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও ৩০ হাজার ছাড়িয়ে গেল। যার জেরে মৃত্যুর নিরিখে স্পেনের পর ফ্রান্সকেও টপকে গেল ভারত। তবে সুস্থতার হার বাড়ার সঙ্গে কমছে মৃত্যুর হারও। পাশাপাশি, আশার আলো দেখিয়ে শুক্রবারই এইমসে এক যুবকের শরীরে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল আটটায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে সংক্রমণের হার ১৩.৯৮ শতাংশ। মৃত্যু ৩০ হাজার ৬০১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬০১ জন। মোট সুস্থ ৮ লক্ষ ১৭ হাজার ২০৮ জন। মোট সক্রিয় আক্রান্ত ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৬৩.৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৪০ জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু ৩০ হাজার ৬০১ জন। মৃত্যুহার কমে হয়েছে ২.৩৮ শতাংশ।

দেশের শীর্ষ মেডিক্যাল গবেষণা সংস্থা আইসিএমআর জানিয়েছে, একদিনে ৩ লক্ষ ৫২ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যার নিরিখে এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। বেলাগাম করোনা পরিস্থিতিতে দেশের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশ। বৃহস্পতিবার দক্ষিণের এই রাজ্যে নতুন করে ৭ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে, উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগী মন্ত্রিসভার উদ্বেগ বাড়িয়ে করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রতিদিন এক লক্ষ নমুনা পরীক্ষার পরিকল্পনা করছে প্রশাসন। সেজন্য এদিন পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সাত জেলায় (লখনউ, গাজিয়াবাদ, কানপুরনগর, বারাণসী এলাহাবাদ, গোরক্ষপুর এবং বালিয়া) বাড়ি-বাড়ি গিয়ে সার্ভে করার নির্দেশ ওই বৈঠকে দিয়েছেন তিনি। অন্যদিকে, দিল্লির এইমসে ৩০ বছর বয়সি এক ব্যক্তিকে ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। টিকা প্রয়োগের ফলে তাঁর শরীরে কোনও পরিবর্তন হচ্ছে কি না সেজন্য আগামী দু’সপ্তাহ ওই ব্যক্তির উপর নজর রাখা হবে। তারপর তাঁকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। অন্যদিকে, করোনা সংক্রমণে লাগাম টানতে নাগপুর শহরে শনি ও রবিবার জনতা কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ভোপাল ও নাগাল্যান্ডেও ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার দিল্লির বসন্তকুঞ্জের একটি সিনেমা হল স্যানিটাইজ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #covid-19, #Coronavirus in India

আরো দেখুন