প্রয়াত দূরদর্শনের মহাভারতের ‘শকুনি’ গুফি পেইন্টাল

প্রয়াত প্রবীণ অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মহাভারতের বিখ্যাত ‘শকুনি’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

June 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত প্রবীণ অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মহাভারতের ‘শকুনি’ চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন তিনি।

গুফি পেন্টালের প্রতিভা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়, তিনি টেলিভিশন পরিচালক হিসেবেও কাজ করেছেন। ১৯৮০-এর দশকের শেষের দিকে সম্প্রচারিত মহাভারত ছাড়াও, তিনি রাফু চক্কর, দেস পরদেস, দিল্লাগি, ময়দান-ই-জং, দাভা-এর মতো অনেক জনপ্রিয় বলিউড ছবিতেও অভিনয় করেছিলেন।

ছোট পর্দায় তাঁর উল্লেখযোগ্য ধারবাহিক হল কানুন, সৌদা, আকবর বীরবল, ওম নমঃ শিবায়, মিসেস কৌশিক কি পাঁচ বহুইন, কর্ণ সংঘিনী এবং অন্যান্য। তিনি সর্বশেষ টিভি শো জয় কানহাইয়া লাল কি-তে হাজির হয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen