দেশ বিভাগে ফিরে যান

বালেশ্বরের ক্ষত এখনও তাজা, এরই মধ্যে ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন

June 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় আজ, সোমবার ফের ওড়িশায় ঘটল ট্রেন দুর্ঘটনা। এবার বেলাইন হল মালগাড়ি। জানা গিয়েছে, বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। হতাহতের কোনও খবর নেই।

খবর পাওয়া গিয়েছে, মালগাড়িটি চুনাপাথর নিয়ে যাচ্ছিল। ডুংরি চুনাপাথর খনি ও বারগড়ে এক সিমেন্ট কারখানার মধ্যবর্তী ন্যারো গেজ লাইনে দুর্ঘটনাটি ঘটেছে।

প্রিয় পাঠক। এই খবরটি সবেমাত্র প্রকাশিত হয়েছে। এখনও বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। নতুন তথ্য পেলেই আমরা প্রতিবেদনটি আপডেট করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Odisha Train Accident, #Coromandel Express accident, #train accident

আরো দেখুন