শিক্ষামন্ত্রকের NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০-এর তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

Jadavpur University is among the top 10 according to the Ministry of Education’s NIRF ranking

June 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের সেরা ১০-এর তালিকায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র‍্যাঙ্কিং তালিকা অনুসারে IISC, ব্যাঙ্গালোর সেরা বিশ্ববিদ্যালয়, ২য় র‍্যাঙ্কিং-এ JNU, ৩য় র‍্যাঙ্কিং-এ জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং ৪র্থ র‍্যাঙ্কিং-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান।

শিক্ষামন্ত্রকের NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ কলেজের তালিকায় জায়গা পেল বাংলার দুই কলেজ। পঞ্চমস্থান পেল সেন্ট জেভিয়ার্স কলেজ, অষ্টমস্থান পেল রহড়া কৃষ্ণমিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen