← খেলা বিভাগে ফিরে যান
WTC ফাইনালের ঠিক আগের দিন চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগের দিন চোট পেয়ে বসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আজ, মঙ্গলবার অনুশীলনে গিয়ে হাতের আঙুলে আঘাত পান ভারত অধিনায়ক। আজ ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। এদিন সাংবাদিক বৈঠক সেরে নেটে ব্যাট করতে যান রোহিত। সেখানেই বাঁধে বিপত্তি। একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট ছেঁড়ে বেরিয়ে যান তিনি। এরপর আর ব্যাট হাতে নামতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। এ নিয়ে চিন্তা থাকছেই।