রাজস্থানে ভোটের আগেই কংগ্রেস ভেঙে শচীনের নতুন দল? জল্পনা

রাজস্থানে নির্বাচনের জন্য দল প্রস্তুতি নিচ্ছে এবং রাজ্যে তাদের কর্ণাটক পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চায় কংগ্রেস

June 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কংগ্রেসের ‘হাত’ ছাড়তে পারেন শচীন পাইলট? আগামী ১১ জুন তাঁর বাবার মৃত্যু বার্ষিকীর দিনই চূড়ান্ত পদক্ষেপ ঘোষণা করতে পারেন তিনি! এমন খবরটাই ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও জল্পনা উড়িয়ে রাজস্থান কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা সুখজিন্দর সিং রানধাওয়া বলেছেন, “এই সমস্ত খবরের কোনও সত্যতা নেই। এই জিনিসগুলি মিডিয়াতে ঘটছে। পাইলট আগেও পৃথক দল গঠন করতে চাননি এবং এখনও চান না।”

রাজস্থানে নির্বাচনের জন্য দল প্রস্তুতি নিচ্ছে এবং রাজ্যে তাদের কর্ণাটক পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চায় কংগ্রেস। কিন্তু তার মাঝে অস্বস্তির কারন হয়ে দাঁড়িয়েছে গেহলট-পাইলট দ্বন্দ্ব। সম্প্রতি দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজস্থানের দুই বিবদমান নেতা। কিন্তু জানা গিয়েছে কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপেও নাকি বরফ গলেনি। সূত্রের খবর, শেষমুহূর্তে তাঁর দাবি সম্পর্কে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন শচীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen