বিবিধ বিভাগে ফিরে যান

বাংলার এক ক্ষনজন্মা দিকপাল- রজনীকান্ত সেন

July 26, 2020 | < 1 min read

বাংলা ভাষায় যে পাঁচজন কবি কবিতার পাশাপাশি সঙ্গীত রচনায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তাদের বলা হয় ‘পঞ্চকবি‘ । রজনীকান্ত সেন সেই ‘পঞ্চকবি’দেরই একজন। অন্যরা হলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন। 

যদিও বাকিদের মতো খ্যাতির চূড়ায় কখনোই পৌঁছনো হয়নি তাঁর। মহানায়িকা সুচিত্রা সেন তার নাতনি এ পরিচয়ও হয়তো অনেকেরই জানা নেই। যদিও স্বমহিমাতেই তিনি চির ভাস্বর, বাংলা সাহিত্য ও সঙ্গীতের আকাশের অন্যতম নক্ষত্র শ্রী রজনীকান্ত সেন। ১৮৬৫ সালে আজকের দিনেই সিরাজগঞ্জে জন্মেছিলেন এই কবি।

শুনে নিন তাঁর লেখা কিছু কালজয়ী গানঃ

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই

https://www.youtube.com/watch?v=PDMqr_njn84

তুমি নির্মল করো মঙ্গল করে

আমি তো তোমারে চাহিনী জীবনে

আমায় সকল রকমে কাঙ্গাল করেছ

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব

আমি অকৃতী অধম বলেও তো

তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দু:খ

কেন বঞ্চিত হব চরনে

TwitterFacebookWhatsAppEmailShare

#Famous Singer, #Rajanikanta Sen

আরো দেখুন