বেলাইন জনশতাব্দী এক্সপ্রেসের ২টি চাকা, কেউ হতাহত হননি
দুর্ঘটনার কারণ কী তা রেলপুলিশ খতিয়ে দেখছে ।
June 9, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখন রেশ কাটেনি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার। মর্গে এখনও অশনাক্ত মৃতদেহের স্তুপ। তারই মধ্যে রেলের সুরক্ষার প্রশ্নকে চাগিয়ে দিয়ে ফের বেলাইন হল জনশতাব্দী এক্সপ্রেসের ২টি চাকা। এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে।
জানা যাচ্ছে বিজয়ওয়াড়া থেকে আসা এই ট্রেনটি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের নামিয়ে বাসিন ব্রিজ ওয়ার্কশপে যাচ্ছিল। তখনই ২টি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ কী তা রেলপুলিশ খতিয়ে দেখছে ।