বদলে যাবে বঙ্গের আবহাওয়া? গরমের চোখরাঙানির মাঝেই ভারী বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। তবে এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে পশ্চিমদিকের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। হাওয়া অফিস জানিয়েছে, ভারতের মূল ভূখণ্ডে ঢুকে গিয়েছে বর্ষা। আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে, তাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তবে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি।
মৌসম ভবন সূত্রে খবর, কেরলের পর উত্তর-পূর্ব ভারতে ঢুকেছে বর্ষা। অসমে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকবে বর্ষা। ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও এখনই গরমের হাত থেকে রেহাই মিলবে না। আগামিকাল থেকে ফের বাড়বে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত থাকবে এই পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বাড়বে অস্বস্তি।