রাজ্য বিভাগে ফিরে যান

চিকিৎসা পরিষেবায় এগিয়ে বাংলা, সেরার শিরোপা জয় রাজ্যের তিন স্বাস্থ্যকেন্দ্রের

June 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের শহরাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার ভুয়সী প্রশংসা করল খোদ কেন্দ্র সরকার। সম্প্রতি বাংলার শহর এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবাসহ একাধিক বিষয় পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁদের বিচারে বাংলার তিনটি স্বাস্থ্যকেন্দ্র সেরার শিরোপা পেয়েছে। যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে হুগলির চন্দননগর, মালদহের ইংরেজবাজার এবং বাঁকুড়ার তিনটি স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রগুলি সংশ্লিষ্ট পুরসভারগুলির অধীনে।

শহরাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার নিরিখে প্রথম স্থান পেয়েছে চন্দননগরের স্বাস্থ্যকেন্দ্র। কেন্দ্রের বিচারে ৮৯.৮ শতাংশ নম্বর পেয়েছে চন্দননগরের স্বাস্থ্যকেন্দ্রটি, দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার স্বাস্থ্যকেন্দ্র, তার প্রাপ্ত নম্বর ৮৯.৭ শতাংশ। তৃতীয় স্থানে ইংরেজবাজার স্বাস্থ্যকেন্দ্র, স্কোর ৮০.৪ শতাংশ। জানা গিয়েছে, এই তিন স্বাস্থ্যকেন্দ্রকে কোয়ালিটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। পুরস্কারও প্রদান করা হবে কেন্দ্রের তরফে। গোটা দেশে বাংলার তিন স্বাস্থ্যকেন্দ্রকে মডেল করে এগোনোর কথা ভাবছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#award, #Primary health centre, #West Bengal

আরো দেখুন