ওভালে লজ্জার হার রোহিতদের, WTC Final জিতল অস্ট্রেলিয়া
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৬৯, ২৭০/৮ (ডি)
ভারত: ২৯৬, ২৩৪
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টানা দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার ভারতের। ওভালে শেষ দিনে মিরাকেল ঘটাতে পারলেন না কোহলি-রাহানে। পঞ্চম দিনে জয়ের জন্যে ভারতের প্রয়োজন ছিল ২৮০ রানের। বাইশ গজে ছিলেন বিরাট ও রাহানে। কিন্তু দিনের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ভারতের পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায়। প্রথম সেশনেই গুটিয়ে যায় খেলা, ২৩৪ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ২০৯ রানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতল অজিরা।
ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৬.৩ ওভারে ফিরে যান কোহলি। ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। স্কট বোল্যান্ডের বল ব্যাটের কাণা ছুঁয়ে ধরা পড়েন বিরাট। দাঁড়াতে পারলেন না জাদেজা, ৪৬.৫ ওভারে আউট হন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে মাত্র দু’বল টিকলেন তিনি। ৫২.৪ ওভারে দলগতভাবে দু’শোর গণ্ডি পেরোয় ভারত। জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলানোর কিছু ক্ষণের মধ্যে ফের ধাক্কা খায় ভারতীয় ব্যাটিং।৫৬.২ ওভারে ফিরে যান রাহান। প্রথম ইনিংসে ৮৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করে স্টার্কের বলে প্যাভেলিয়নে ফেরেন রাহানে। পরের ওভারেই নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন গত ইনিংসের নায়ক শার্দূল ঠাকুর। ৬১তম ওভারে ভারতের অষ্টম উইকেটের পতন হয়। মিচেল স্টার্কের বলে আউট হন উমেশ যাদব। কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন কে এস ভরত। ব্যক্তিগত ২৩ রানে নাথান লায়নের বলে ফেরেন ভরত। এক রানে মহম্মদ সিরাজকে ফেরান নাথান লায়ন। নাথান লায়ন চারটি এবং স্কট বোল্যান্ড তিনটি উইকেট পেয়েছেন, দুটো উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।