ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াটুর বিপক্ষে ভারতের ত্রাতা ‘হবু বাবা’ সুনীল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপে নিম্ন র্যাঙ্কের ভানুয়াটুর বিপক্ষে ভারতের ১-০ জয়ের ক্ষেত্রে ক্যারিশম্যাটিক অধিনায়ক এবং শীঘ্রই বাবা হতে জয়া সুনীল ছেত্রী আবারও ত্রাতার ভূমিকা পালন করলেন। ছেত্রী ৮১তম মিনিটে ভোটের জন্য আবারও গোল করে কলিঙ্গা স্টেডিয়ামে দলকে ফাইনালে জায়গা পাওয়ার জন্য শক্তিশালী অবস্থানে এনে দিলেন। শুক্রবার তাদের উদ্বোধনী ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ভারত।
৩৮ বছর বয়সী ছেত্রী, যিনি তার ১৩৫তম আন্তর্জাতিক ম্যাচে তার গোলটি উদযাপন করে জানিয়ে দিলেন যে তিনি শীঘ্রই বাবা হতে চলেছেন। তিনি বলটি তার জার্সির নিচে ঢুকিয়ে ইঙ্গিত করেন। তাই দেখে তার স্ত্রী সোনমকে বড় পর্দায় হাততালি দিতে দেখা গেছে।
দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে বৃহস্পতিবার তারা খেলবে লেবাননের বিপক্ষে।